দুর্ঘটনা
চলন্ত নাগরদোলা থেকে ঝুলে পড়লেন তরুণী, উদ্ধার

ভারতের ছত্তীশগড়ে স্থানীয় মিনাবাজারে বসা মেলায় চলন্ত নাগরদোলার কেবিন থেকে ঝুলে পড়েছেন এক তরুণী। ওই কেবিনের বাইরে বেরিয়ে বিপজ্জনকভাবে লোহার রড ধরে ঝুলে থাকা দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনার সময় মেলায় উপস্থিত কর্মী ও দর্শকরা দ্রুত তৎপর হয়ে তরুণীকে উদ্ধার করেন। সবার তৎপরতায় কোনো বড় ধরনের আঘাত ছাড়াই তিনি নিরাপদে নেমে আসেন। ভিডিওটি দেখার পর নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং মেলার নিরাপত্তা ব্যবস্থার প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।