জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা, ২৬ আসামি গ্রেপ্তার - Porikroma News
Connect with us

অপরাধ

জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা, ২৬ আসামি গ্রেপ্তার

Published

on

গ্রেপ্তার আসামিরা।

আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আসামিদের আদালতে হাজির করার পর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মাজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে আছেন নাসির হোসেন নাশু, ফাইয়াজ হোসেন, মো. রাসেল, মো. হিরা, মো. আল আমিন, মো. জামিল, মো. ফয়সাল হোসেনসহ আরও অনেকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে নিয়মিত মারামারি ও বোমাবাজির ঘটনা ঘটছিল। এর জের ধরে গত ১১ আগস্ট দুপুরে বড় সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষ। এ সময় ভুক্তভোগী শিশু শাহ আলম তার নানির সঙ্গে দেখা করতে ক্যাম্পে গেলে হামলাকারীরা চাপাতি দিয়ে কোপায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা মো. রুবেল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

Share

আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আসামিদের আদালতে হাজির করার পর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মাজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে আছেন নাসির হোসেন নাশু, ফাইয়াজ হোসেন, মো. রাসেল, মো. হিরা, মো. আল আমিন, মো. জামিল, মো. ফয়সাল হোসেনসহ আরও অনেকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে নিয়মিত মারামারি ও বোমাবাজির ঘটনা ঘটছিল। এর জের ধরে গত ১১ আগস্ট দুপুরে বড় সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষ। এ সময় ভুক্তভোগী শিশু শাহ আলম তার নানির সঙ্গে দেখা করতে ক্যাম্পে গেলে হামলাকারীরা চাপাতি দিয়ে কোপায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা মো. রুবেল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

Share