বাংলাদেশ
বাগেরহাটে ব্যবসায়ী অপহরণের সময় আটক ৪

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণের সময় একটি মাইক্রোবাসসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত ব্যবসায়ী জিয়াউর রহমানকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন—এইচএম খলিলুর রহমান (৪২), গাড়ির চালক আমিরুজ্জামান খোকন (৫৫), আব্দুস সত্তার রাজ (৫৫) ও মোয়াজ্জেম হাওলাদার (৪০)। এদিকে অপহরণকারী দলের আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী জিয়াউর রহমান জানান, “আজ সকাল ৭টার দিকে আমতলী বাজারের একটি দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি মাইক্রোবাস ও ৪-৫টি মোটরসাইকেলে ১৫-২০ জন এসে আমাকে মারধর করে চোখ বেঁধে গাড়িতে তুলে নেয়।”
পরে পুলিশ পৃথক দুটি দল গঠন করে ফেরিঘাট ও সড়কে তল্লাশি চালায়। একপর্যায়ে ফেরিঘাটে হালকা কালো রঙের একটি মাইক্রোবাসের ভেতর ব্যবসায়ী জিয়াউর রহমানকে পাওয়া যায়। ওসি মতলুবর রহমান আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।