আন্তর্জাতিক
গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা ব্রিকসের

গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে ব্রিকস জোট। সোমবার আনাদোলু এজেন্সির বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
একটি যৌথ ঘোষণায়, ব্রিকস ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ব্যাপারেও সমর্থন জানায় তারা।
ব্রিকসের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরাইলের চলমান সামরিক অভিযান, মানবিক সহায়তা অবরোধ এবং অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানাই।’
বিবৃতিতে তাৎক্ষণিক, স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলা হয়, সব পক্ষকে আলোচনায় সদিচ্ছার সাথে অংশ নিতে হবে। একইসঙ্গে গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও সব বন্দি এবং আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানায় সংস্থাটি।
উল্লেখ্য, ব্রিকস হলো একটি অর্থনৈতিক জোট, যার সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বর্তমানে জোটে সদস্য সংখ্যা ১০। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
বিশ্ব রাজনীতিতে ক্রমবর্ধমান প্রভাবশালী এই জোট বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে পশ্চিমা আধিপত্যের বিপরীতে নিজেদের অবস্থান শক্ত করছে।