দুর্ঘটনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বিলের পানিতে ঝাঁপ দিয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. রাকিব সরকার (১৬)। সে কসবার মেহারী ইউনিয়নের বাহারআটা গ্রামের বাসিন্দা এবং আবুল সরকারের ছেলে। সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া রাকিব খেওরা আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে একটি ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়। অন্যরা তীরে উঠলেও রাকিব আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, ‘রাকিব তার দু-তিনজন বন্ধুর সঙ্গে বিল ঘুরতে গিয়েছিল। পানিতে ঝাঁপ দেওয়ার পর সে আর তীরে ফিরতে পারেনি।’ তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।