রাজনীতি
বরগুনায় এনসিপির ঘাঁটি গড়ার আহ্বান নাহিদ ইসলামের

বঙ্গোপসাগর ঘিরে আগামীর বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় বরগুনাকে ঘাঁটি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৪ জুলাই) বিকেলে বরগুনা প্রেসক্লাব চত্বরে এনসিপির চলমান পথযাত্রা কর্মসূচির পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “স্বৈরাচারকে হটাতে বরগুনার ১০ জন মানুষ শহীদ হয়েছেন। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি তাদের রক্তের বিনিময়ে। কিন্তু এখনো বরগুনা উন্নয়নের বাইরে পড়ে আছে। আমরা চাই বঙ্গোপসাগরকে ঘিরে বরগুনায় এনসিপির ঘাঁটি হোক, যেনো এই এলাকার নদী, সাগর ও উপকূল রক্ষা পায়।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকার ও একটি বিশেষ দল এই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। আমরা সেই চাঁদাবাজদের রাজনীতির পতন চাই।”
সভায় পুরান ঢাকায় বরগুনার সন্তান সোহাগকে হত্যার প্রসঙ্গ টেনে এনে নাহিদ বলেন, “পাথর দিয়ে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই হত্যার রাজনীতি দেখতে চায়?”
তিনি সংস্কারমূলক পরিবর্তনের দাবি তুলে বলেন, “নির্বাচন কমিশন, দুদকসহ সকল সংস্থা নিরপেক্ষভাবে গঠিত হতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত হতে হবে। আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি চাই, ভারত বা পাকিস্তান পন্থার কোনো জায়গা এই দেশে থাকবে না।”
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাফরিন জারা, শামান্তা শারমিন এবং চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক তালাত মোহামুদ রাফি।
সারজিস আলম বলেন, “সরকার বলছে দক্ষিণাঞ্চল উন্নয়নের জোয়ারে ভাসছে, অথচ বরগুনার রাস্তা পানিতে ডুবে আছে। পুলিশ যদি দলীয় হয়ে উঠে, তবে জনগণের বাংলাদেশে তাদের জায়গা হবে না।”