অপরাধ
বরগুনায় বাসা থেকে দুই সন্তানের জননী রোজির মরদেহ উদ্ধার

বরগুনা, ২১ মে ২০২৫:
বরগুনা শহরের মোশারফ কমিশনারের বাড়ি থেকে রোজি (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ। মৃত রোজি দুই সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে রোজির সন্তানরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। একাধিকবার ফোন করে ব্যর্থ হয়ে তারা বুধবার দুপুরে বাড়িতে আসেন। এসে বাসার দরজায় তালা লাগানো অবস্থায় দেখতে পান।
পরে বাড়ির মালিক পক্ষের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা মায়ের নিথর মরদেহ দেখতে পান।
খবর পেয়ে বরগুনা থানা পুলিশ দুপুর আনুমানিক দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই ঘটনা ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।