বরগুনায় গাছের হাসপাতাল - Porikroma News
Connect with us

ব্যাখ্যা করা হয়েছে

বরগুনায় গাছের হাসপাতাল

Published

on

বরগুনায় গাছের হাসপাতাল
বরগুনার বেসরকারি পর্যটনকেন্দ্র সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট।

বরগুনায় গাছের জন্য তৈরি হয়েছে ‘ট্রি হসপিটাল’। ভাগ্যবিড়ম্বিত ও আহত গাছকে পুনর্জীবন দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। দেশের একমাত্র ইকো রিসোর্ট হিসেবে এখানে সংরক্ষণ করা হচ্ছে সর্বাধিক দেশীয় বৃক্ষ।

বিশিষ্ট চিকিৎসক মনিজা জানান, নগরায়নের সময় পরিবারের স্মৃতিবাহী গাছ কেটে ফেলতে হয়েছিল। পরে সেগুলো সুরঞ্জনায় রোপণ করা হয়। একই অভিজ্ঞতা তুলে ধরেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রোখসানা বেনজুও।
সুরঞ্জনার উদ্যোক্তা সোহেল হাফিজ বলেন, ‘ঘূর্ণিঝড়, নদীভাঙন, ও উন্নয়নের সময় কাটা গাছগুলো আমরা এনে এখানে পুনরায় রোপণ করি।’

তিনি আরও জানান, বন বিভাগ ও পরিবেশ মন্ত্রণালয়ে ১৮ বছরের নিচে কোনো গাছ না কাটার বিধিনিষেধ আরোপের জন্য আবেদন করা হয়েছে।
পরিবেশবাদী, বৃক্ষপ্রেমী ও স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Share

বরগুনায় গাছের জন্য তৈরি হয়েছে ‘ট্রি হসপিটাল’। ভাগ্যবিড়ম্বিত ও আহত গাছকে পুনর্জীবন দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। দেশের একমাত্র ইকো রিসোর্ট হিসেবে এখানে সংরক্ষণ করা হচ্ছে সর্বাধিক দেশীয় বৃক্ষ।

বিশিষ্ট চিকিৎসক মনিজা জানান, নগরায়নের সময় পরিবারের স্মৃতিবাহী গাছ কেটে ফেলতে হয়েছিল। পরে সেগুলো সুরঞ্জনায় রোপণ করা হয়। একই অভিজ্ঞতা তুলে ধরেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রোখসানা বেনজুও।
সুরঞ্জনার উদ্যোক্তা সোহেল হাফিজ বলেন, ‘ঘূর্ণিঝড়, নদীভাঙন, ও উন্নয়নের সময় কাটা গাছগুলো আমরা এনে এখানে পুনরায় রোপণ করি।’

তিনি আরও জানান, বন বিভাগ ও পরিবেশ মন্ত্রণালয়ে ১৮ বছরের নিচে কোনো গাছ না কাটার বিধিনিষেধ আরোপের জন্য আবেদন করা হয়েছে।
পরিবেশবাদী, বৃক্ষপ্রেমী ও স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Share