অপরাধ
চাঁদা না পেয়ে ১০ দোকানে তালা, গ্রেপ্তার ৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর বাজারে চাঁদা না পেয়ে অন্তত ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং সোমবার (২৯ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), হায়দার আলী (৪৫) ও তার বাবা মুজিবর রহমান (৭০)।
অভিযোগ রয়েছে, রুহুল আমিন ও তার সহযোগীরা আহাম্মেদপুর বাজারের দোকানিদের কাছ থেকে মাসিক পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অন্তত ১০টি দোকানে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেন তারা।
ভুক্তভোগী ব্যবসায়ীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও প্রশাসনকে জানান। পরে নাটোর অস্থায়ী সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে ব্যবসা চালু করতে সহায়তা করে এবং অভিযুক্তদের আটক করে।
এ ঘটনায় বাজারজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছয়জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।”