বাংলাদেশ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৬ জেলে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ‘এফবি সাগরকন্যা’ ডুবে গেছে। দুর্ঘটনার চার দিন পর সমুদ্র থেকে ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন জেলে।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে উদ্ধার হওয়া জেলেদের আহত অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে, গত শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটি ২৫ জুলাই মহিপুর মৎস্য বন্দর থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। মাঝি ছিলেন আবদুর রশিদ।
নিখোঁজ জেলেরা হলেন: আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।
জেলেরা জানিয়েছেন, জাল ফেলতে না ফেলতেই হঠাৎ ঝড় ও প্রবল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি দুমড়েমুচড়ে ডুবে যায়। প্রথমেই একজন জেলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন। বাকি জেলেরা বাঁশ ও ফ্লুট ধরে ভেসে থাকতে থাকেন। কিন্তু পরে আরও পাঁচজন ঢেউয়ের তোড়ে হারিয়ে যান।
ভেসে ভেসে তারা সমুদ্রের শেষ বয়া সংলগ্ন এলাকায় চলে এলে সোমবার রাতে দুটি মাছ ধরার ট্রলার ৯ জনকে উদ্ধার করে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “এই ঘটনায় ট্রলার মালিক কিশোর হাওলাদার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”