বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ৪ - Porikroma News
Connect with us

অপরাধ

বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ৪

Published

on

বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ৪

বগুড়ায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বগুড়া সেনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ সাংবাদিকদের এই তথ্য জানান।

অভিযান সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় তিন শিক্ষার্থীকে অপহরণ করেন গ্রেফতারকৃত চারজন। পরে ভিকটিমদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযান শুরু হলে অপহৃত তিনজনকে উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মণ্ডল (৩৬), মাসুদ আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

অভিযানের সময় তাদের কাছ থেকে সাতটি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিম কার্ড, তিনটি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, কম্পিউটার, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল এবং গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার এসআই জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share

বগুড়ায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বগুড়া সেনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ সাংবাদিকদের এই তথ্য জানান।

অভিযান সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শহরের মালতিনগর এলাকায় তিন শিক্ষার্থীকে অপহরণ করেন গ্রেফতারকৃত চারজন। পরে ভিকটিমদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযান শুরু হলে অপহৃত তিনজনকে উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মণ্ডল (৩৬), মাসুদ আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

অভিযানের সময় তাদের কাছ থেকে সাতটি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিম কার্ড, তিনটি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, কম্পিউটার, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল এবং গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার এসআই জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share