বোদায় ছাত্রদল নেতাকে মারধর, চার নেতা বহিষ্কার - Porikroma News
Connect with us

রাজনীতি

বোদায় ছাত্রদল নেতাকে মারধর, চার নেতা বহিষ্কার

Published

on

বোদায় ছাত্রদল নেতাকে মারধর, চার নেতা বহিষ্কার
ছাত্রদলের লোগো ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ রানা ওরফে রিয়াজের ওপর হামলা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের চার নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

জানা গেছে, রবিবার (৬ জুলাই) বিকেলে বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় পঞ্চগড়-২ আসনের প্রয়াত সংসদ সদস্য মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে গেলে মাসুদ রানার ওপর এ হামলা চালানো হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মাসুদ রানাকে এলোপাতাড়ি চড়, থাপ্পড় ও কিল-ঘুষি মারছেন। মারধরের সময় তাঁর পরনের কাপড় ছিঁড়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বোদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল (ইমন), সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সকালে ছাত্রদলের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।

বোদা উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব জীবন সরকার দাবি করেন, ‘ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। ভিডিওতে যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা ছাত্রদলের কেউ নন। আমরা ষড়যন্ত্রের শিকার।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কিছু বলতে চান না। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা ছাত্রদল নেতারা।

Share

পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ রানা ওরফে রিয়াজের ওপর হামলা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের চার নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

জানা গেছে, রবিবার (৬ জুলাই) বিকেলে বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় পঞ্চগড়-২ আসনের প্রয়াত সংসদ সদস্য মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে গেলে মাসুদ রানার ওপর এ হামলা চালানো হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মাসুদ রানাকে এলোপাতাড়ি চড়, থাপ্পড় ও কিল-ঘুষি মারছেন। মারধরের সময় তাঁর পরনের কাপড় ছিঁড়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বোদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল (ইমন), সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সকালে ছাত্রদলের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।

বোদা উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব জীবন সরকার দাবি করেন, ‘ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। ভিডিওতে যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা ছাত্রদলের কেউ নন। আমরা ষড়যন্ত্রের শিকার।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কিছু বলতে চান না। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা ছাত্রদল নেতারা।

Share