Connect with us

বাংলাদেশ

বিএনপিপন্থি উপদেষ্টাদের পদত্যাগ দাবি এনসিপির

Published

on

ঢাকা, ২১ মে ২০২৫:
বিএনপিপন্থি আখ্যা দিয়ে আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী।

ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি মহানগর উত্তর এই সমাবেশের আয়োজন করে।

বক্তব্যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘‘আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বিএনপির হয়ে কাজ করছেন। তারা দেশের অর্থনীতি ও বিচারব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তাদের পদত্যাগ চাই। জনগণও তাদের ছুড়ে ফেলবে।’’

তিনি আরও বলেন, ‘‘ইসি বর্তমানে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। এই নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট হতে দেবে না। আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করতে হবে। দেশে মুজিবীয় সংবিধান চলবে না।’’

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে ভারতের দালাল বলে মন্তব্য করে পাটোয়ারী বলেন, ‘‘তিনি দেশের অর্থনীতি ধ্বংস করছেন। ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন।’’

আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে পাটোয়ারী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে বেইমানি করছেন। ঘোষণা না দিলে দেশে থাকা কঠিন হবে।’’

এ সময় তিনি আরও অভিযোগ করেন, ‘‘বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলছে, নগর ভবন দখল করছে। বিভিন্ন জায়গায় দালাল চক্র দখলদারি করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দিতে হবে।’’

বিক্ষোভ শেষে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান করে এনসিপি নেতাকর্মীরা।

Share

ঢাকা, ২১ মে ২০২৫:
বিএনপিপন্থি আখ্যা দিয়ে আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী।

ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি মহানগর উত্তর এই সমাবেশের আয়োজন করে।

বক্তব্যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘‘আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বিএনপির হয়ে কাজ করছেন। তারা দেশের অর্থনীতি ও বিচারব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তাদের পদত্যাগ চাই। জনগণও তাদের ছুড়ে ফেলবে।’’

তিনি আরও বলেন, ‘‘ইসি বর্তমানে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। এই নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট হতে দেবে না। আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করতে হবে। দেশে মুজিবীয় সংবিধান চলবে না।’’

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে ভারতের দালাল বলে মন্তব্য করে পাটোয়ারী বলেন, ‘‘তিনি দেশের অর্থনীতি ধ্বংস করছেন। ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন।’’

আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে পাটোয়ারী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে বেইমানি করছেন। ঘোষণা না দিলে দেশে থাকা কঠিন হবে।’’

এ সময় তিনি আরও অভিযোগ করেন, ‘‘বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলছে, নগর ভবন দখল করছে। বিভিন্ন জায়গায় দালাল চক্র দখলদারি করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দিতে হবে।’’

বিক্ষোভ শেষে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান করে এনসিপি নেতাকর্মীরা।

Share