বরগুনায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Porikroma News
Connect with us

রাজনীতি

বরগুনায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Published

on

বরগুনায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি। পরিক্রমা

বরগুনার তালতলী উপজেলার শারীকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে বিএনপি নেতা মো. বাহাদুর তালুকদারের ওপর সন্ত্রাসী হামলা ও পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ও এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় চাউলাপাড়া এলাকায় এই মানববন্ধনে অংশ নেন শারীকখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ভুক্তভোগী বাহাদুর তালুকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতার ওপর হামলা করে হত্যাচেষ্টা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক ও পূর্বপরিকল্পিত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী মো. বাহাদুর তালুকদার বলেন, “গত ১৩ জুন দুপুর ২টার দিকে কলাপাড়া থেকে বাড়ি ফেরার পথে তালতলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ছগির হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী আমার ওপর হামলা করে। তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং জমি ছেড়ে দিতে বলে। আমি চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করে।”

তিনি আরও বলেন, থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মানববন্ধন থেকে তালতলী উপজেলা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার দাবি জানানো হয়।

Share

বরগুনার তালতলী উপজেলার শারীকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে বিএনপি নেতা মো. বাহাদুর তালুকদারের ওপর সন্ত্রাসী হামলা ও পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ও এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় চাউলাপাড়া এলাকায় এই মানববন্ধনে অংশ নেন শারীকখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ভুক্তভোগী বাহাদুর তালুকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতার ওপর হামলা করে হত্যাচেষ্টা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক ও পূর্বপরিকল্পিত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী মো. বাহাদুর তালুকদার বলেন, “গত ১৩ জুন দুপুর ২টার দিকে কলাপাড়া থেকে বাড়ি ফেরার পথে তালতলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ছগির হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী আমার ওপর হামলা করে। তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং জমি ছেড়ে দিতে বলে। আমি চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করে।”

তিনি আরও বলেন, থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মানববন্ধন থেকে তালতলী উপজেলা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার দাবি জানানো হয়।

Share