অপরাধ
ভোলায় অস্ত্রসহ আ.লীগের তিন নেতা আটক

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর (৫৫), সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন (৫২) এবং ঢাকার শের-ই-বাংলা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. উজ্জল হোসেন (৪২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে কোস্ট গার্ড ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চর সামাইয়া ইউনিয়নের বড় চর সামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় আওয়ামী লীগের তিন নেতার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।