অপরাধ
বিএনপি নেতা কামরুল হত্যা: দুজন শনাক্ত

রাজধানীর মধ্যবাড্ডায় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যা মামলায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করেছে পুলিশ। সোমবার (২৬ মে) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফুটেজে দেখা যায়, গুদারাঘাট এলাকার চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপাথাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে রোববার রাতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়। তিনি এলাকায় ডিস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।