বিএনপি জনগণের বিশ্বাস অর্জন করেছে: দুলু - Porikroma News
Connect with us

রাজনীতি

বিএনপি জনগণের বিশ্বাস অর্জন করেছে: দুলু

Published

on

বিএনপি জনগণের বিশ্বাস অর্জন করেছে: দুলু
নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন দুলু । ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি এ দেশের মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছে। সাধারণ মানুষ যেভাবে বিএনপিকে ভালোবাসে, অন্য কোনো রাজনৈতিক দলকে সেভাবে ভালোবাসে না। বিএনপিকে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের নেতারাও বিশ্বাস করেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং আগামী দিনের গণতন্ত্রকে সমুন্নত রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ রাজনীতি করেন। তার নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়াসহ সারা পৃথিবীতে অন্যতম রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগামী দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের মতো সমকক্ষ নেতৃত্ব আর তৈরি হবে না।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরসহ আরও অনেকে।

Share

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি এ দেশের মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছে। সাধারণ মানুষ যেভাবে বিএনপিকে ভালোবাসে, অন্য কোনো রাজনৈতিক দলকে সেভাবে ভালোবাসে না। বিএনপিকে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের নেতারাও বিশ্বাস করেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং আগামী দিনের গণতন্ত্রকে সমুন্নত রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ রাজনীতি করেন। তার নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়াসহ সারা পৃথিবীতে অন্যতম রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগামী দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের মতো সমকক্ষ নেতৃত্ব আর তৈরি হবে না।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরসহ আরও অনেকে।

Share