অপরাধ
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২

কুষ্টিয়ার কুমারখালীতে টোল তোলা কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে পৌরসভার কাজীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন জিয়া মঞ্চ কুমারখালী পৌর শাখার আহ্বায়ক ও টোল ইজারাদার রাকিব হোসেন (৪০) এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইনের ছেলে যুব জামায়াত নেতা সাইফুল ইসলাম শোভন (৩০)। রাকিব হোসেনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর শোভন নিজ বাড়িতে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর কর্তৃপক্ষের কাছ থেকে টোল আদায়ের দায়িত্বে থাকা রাকিবের লোকজন এক অটোচালক বন্ধুর কাছ থেকে ২০ টাকা টোল দাবি করলে শোভন সেখানে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাকিবের সহপাঠী বাপ্পী বলেন, “শোভন প্রথমে খারাপ আচরণ করে, এরপর তার ৫-৭ জন লোক এসে রাকিবকে কুপিয়ে চলে যায়।”
অন্যদিকে শোভন দাবি করেন, “আমরা মার খেয়েছি, রাকিবের লোকজন আমাদের মারধর করেছে।”
ঘটনার বিষয়ে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “ইজারার টাকা তোলা নিয়ে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে কুমারখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ।