বিএনপি নেতা হারুনুর রশিদকে শোকজ - Porikroma News
Connect with us

রাজনীতি

বিএনপি নেতা হারুনুর রশিদকে শোকজ

Published

on

বিএনপি নেতা হারুনুর রশিদকে শোকজ
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।

দপ্তর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টনের বাসিন্দা জহিরুল ইসলাম রুমি হারুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে লিখিত আবেদন করেন।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে— অভিযোগকারীর বাড়ি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি, বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা মামলা দায়েরের চেষ্টা, ভুয়া আইনজীবী ও সাংবাদিক দিয়ে দখলের প্রচেষ্টা এবং মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার।

নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের অভিযোগ আগেও পাওয়া গিয়েছিল। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে মহানগর শীর্ষ নেতারা মৌখিকভাবে সতর্কও করেছিলেন।

বলা হয়েছে, এসব অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— তা আগামী ৪ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এ বিষয়ে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে এ নোটিশ জারি করা হয়।

Share

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।

দপ্তর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টনের বাসিন্দা জহিরুল ইসলাম রুমি হারুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে লিখিত আবেদন করেন।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে— অভিযোগকারীর বাড়ি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি, বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা মামলা দায়েরের চেষ্টা, ভুয়া আইনজীবী ও সাংবাদিক দিয়ে দখলের প্রচেষ্টা এবং মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার।

নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের অভিযোগ আগেও পাওয়া গিয়েছিল। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে মহানগর শীর্ষ নেতারা মৌখিকভাবে সতর্কও করেছিলেন।

বলা হয়েছে, এসব অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— তা আগামী ৪ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এ বিষয়ে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে এ নোটিশ জারি করা হয়।

Share