অপরাধ
শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাসের সমর্থক এবং তার ভাই মাহবুব হোসেন শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য নওয়াব আলী লস্করের অনুসারী।
রোববার সকালে জমি নিয়ে নজরুল ইসলাম ও মাহবুব হোসেনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন এবং ভাঙচুর করা হয় একাধিক বসতবাড়ি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “এটি মূলত পারিবারিক বিরোধ হলেও পরে সামাজিক ও রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”