অপরাধ
বিষ দিয়ে মাছ শিকার, বাইনচটকীর টুলুর চর এখন বিপন্ন

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার বাইনচটকীর টুলুর চর এখন এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শিকার। সম্প্রতি, কিছু অসাধু চক্র বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং বনের গাছপালা লুট করছে, যা স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যকে চরম হুমকির মুখে ফেলেছে। জানা গেছে, গত কয়েক বছর ধরে বাইনচটকীর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা এবং স্থানীয় মাদকাসক্ত যুবকেরা মাদকের টাকা জোগাড়ের জন্য এই অবৈধ কাজে জড়িত।
এই অমানবিক কাজের ফলে কেবল মাছের প্রজাতিই বিলুপ্ত হচ্ছে না, বরং বনের উদ্ভিদ ও প্রাণিজগৎও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, এই চরে একসময় হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করত, যা এখন হুমকির মুখে।
দুর্ভাগ্যবশত, এই অবৈধ কার্যকলাপ দীর্ঘদিন ধরে চললেও স্থানীয় প্রশাসন, বন বিভাগ, বা কোনো সরকারি সংস্থা এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। স্থানীয় প্রভাবশালী দুর্বৃত্তদের ছত্রছায়ায় এই অপরাধ চক্র দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। পরিবেশের এই চরম অবক্ষয় রোধে দ্রুত সরকারি হস্তক্ষেপ জরুরি।