দুবাই থেকে আসা বিমানে ত্রুটি, চট্টগ্রামে জরুরি অবতরণ - Porikroma News
Connect with us

বিনোদন

দুবাই থেকে আসা বিমানে ত্রুটি, চট্টগ্রামে জরুরি অবতরণ

Published

on

দুবাই থেকে আসা বিমানে ত্রুটি, চট্টগ্রামে জরুরি অবতরণ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান | ছবি : সংগৃহীত

২৮৭ যাত্রী নিয়ে উড়ালের পর যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

জানা যায়, সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট। পরে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। ফলে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিমানটি ফের চট্টগ্রামে ফিরে আসে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানটি বে নম্বর ৮-এ নিরাপদে অবতরণ করে। যাত্রীদের সবাই নিরাপদ ছিলেন। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইট বিজি-১২২-এ স্থানান্তর করা হয়, যা সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।


Share

২৮৭ যাত্রী নিয়ে উড়ালের পর যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

জানা যায়, সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট। পরে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। ফলে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিমানটি ফের চট্টগ্রামে ফিরে আসে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানটি বে নম্বর ৮-এ নিরাপদে অবতরণ করে। যাত্রীদের সবাই নিরাপদ ছিলেন। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইট বিজি-১২২-এ স্থানান্তর করা হয়, যা সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।


Share