মতামত
বিমান বিধ্বস্তে সন্দেহ: তদন্তে নাগরিকদের অন্তর্ভুক্তির দাবি

‘বিমান বিধ্বস্তের ঘটনায় সন্দেহ দূর করুন’—উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ।
তিনি বলেছেন, ঘটনাটি ঘিরে সমাজে নানা রকম অবিশ্বাস ও গুজব ছড়িয়ে পড়েছে। এটি দুঃখজনক হলেও বাস্তব যে, সরকারের ওপর জনগণের আস্থা এখন প্রশ্নবিদ্ধ। এই গণ-অবিশ্বাস দেশের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, “ঘটনার পর থেকে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আহতদের অবস্থা নিয়েও স্পষ্ট কোনো তথ্য না থাকায় জনমনে গুঞ্জন সৃষ্টি হয়েছে। বিধ্বস্ত বিমানের ফিটনেস, পাইলটের দক্ষতা, এমনকি সামরিক বাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি নিয়েও প্রশ্ন উঠেছে।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে মাইলস্টোন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। এতে প্রকৃত তথ্য প্রকাশ পাবে এবং জনমানসে স্বচ্ছতা ফিরে আসবে।”
ইউনুস আহমাদ দাবি করেন, বিমান বাহিনীতে বিমানের ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগ নতুন নয়। এসব বিষয়ে একটি সামগ্রিক পর্যবেক্ষণ ও তদন্ত হওয়া উচিত। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথাও বলেন তিনি।
বিবৃতিতে তিনি সরকারকে আহ্বান জানান, হতাহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান করে একটি মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রদর্শন করুক। তিনি বলেন, “আমরা চাই, সরকার এই ঘটনাটিকে একটি আদর্শ দৃষ্টান্ত স্থাপন হিসেবে দেখাক।”