জাতীয়
বিমান বিধ্বস্তে প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।”
ড. ইউনূস আরও বলেন, “বিমানসেনা ও স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি এক গভীর বেদনার মুহূর্ত। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছি।”
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর দেড়টার দিকে মাইলস্টোন কলেজ ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে।
বিধ্বস্তের সময় কলেজ ক্যাম্পাসে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেক অভিভাবক দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।