বাংলাদেশ
ভুয়া র্যাব ধাওয়া, আসল র্যাবও পেটাল জনগন

ফরিদপুরের নগরকান্দায় এক অভূতপূর্ব ঘটনায় জনতা একসঙ্গে ভুয়া র্যাব ও আসল র্যাব—দুই পক্ষকেই মারধর করেছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলার মোড়ে একটি মাইক্রোবাসকে সন্দেহ হলে স্থানীয়রা গাছ ফেলে সেটি থামায়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব পরিচয় দিলেও কারও গায়ে র্যাবের পোশাক ছিল না। এতে সন্দেহ আরও ঘনীভূত হয় এবং স্থানীয়রা তাদের মারধর করে।
কিছুক্ষণ পরেই আরেকটি মাইক্রোবাস এসে উপস্থিত হয়, যেখানে প্রকৃত র্যাব সদস্যরা ছিলেন। তবে সাদাপোশাকের কারণে জনতা তাদেরও ভুয়া মনে করে মারধর শুরু করে। পরে স্থানীয় থানা পুলিশ ও র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষকেই উদ্ধার করে থানায় নিয়ে যান।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ধাওয়া করে আসা ডাকাত দলের সদস্যরাই ওই ভুয়া র্যাব পরিচয়দানকারী। তারা দুইজন সোনা ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি করেছিল।
মারধরের শিকার পাঁচজন হলেন: স্বপন খান (শরীয়তপুর), মিন্টু গাজী (চাঁদপুর), সাইফুল ইসলাম (গাইবান্ধা), জামিল (মাদারীপুর) ও দিদার (ফরিদপুর)। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।