ভাইয়ের হাতে বোন-প্রেমিক খুন - Porikroma News
Connect with us

অপরাধ

ভাইয়ের হাতে বোন-প্রেমিক খুন

Published

on

ভাইয়ের হাতে বোন-প্রেমিক খুন
ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় রাখি বন্ধন উদযাপনের পর নিজের বোন ও তার প্রেমিককে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। পারিবারিক অমতে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পুলিশ জানায়, ৭ আগস্ট প্রেমিক বিশালকে চাকরির প্রলোভন দেখিয়ে হত্যা করে অরবিন্দ ও তার বন্ধু প্রকাশ। এরপর ১০ আগস্ট রাখি বন্ধনের দিন অরবিন্দ তার বোন পুট্টিকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে হত্যা করে। পুট্টির মরদেহ মাথা কামানো অবস্থায় চন্দ্রপুরা গ্রামের একটি প্ল্যাটফর্মের কাছে উদ্ধার করা হয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি এলাকায় শোক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

Share

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় রাখি বন্ধন উদযাপনের পর নিজের বোন ও তার প্রেমিককে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। পারিবারিক অমতে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পুলিশ জানায়, ৭ আগস্ট প্রেমিক বিশালকে চাকরির প্রলোভন দেখিয়ে হত্যা করে অরবিন্দ ও তার বন্ধু প্রকাশ। এরপর ১০ আগস্ট রাখি বন্ধনের দিন অরবিন্দ তার বোন পুট্টিকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে হত্যা করে। পুট্টির মরদেহ মাথা কামানো অবস্থায় চন্দ্রপুরা গ্রামের একটি প্ল্যাটফর্মের কাছে উদ্ধার করা হয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি এলাকায় শোক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

Share