অপরাধ
বেতাগীতে ছাত্রদল-যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন ছাত্রদল সভাপতি হেলাল হোসেন দিনাচ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আদিল সিকদারসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
রোববার (২৭ জুলাই) সকালে বেতাগী থানায় মামলা দায়ের করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা মো. জাহিদ হাসান। তিনি “সর্দার ব্রিকস” ও “জাহিদ ট্রেডার্স” নামে দুটি প্রতিষ্ঠানের মালিক।
মামলায় উল্লেখ করা হয়, ১৯ জুলাই সন্ধ্যায় বিবিচিনির কাটাখালী এলাকায় বালু ফেলতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ উপস্থিত হয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় জাহিদকে মারধর করে এবং তার ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বেতাগী থানা পুলিশ যুবদল নেতা আদিল সিকদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ছাত্রদল নেতা হেলালের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা রয়েছে।
অভিযুক্ত হেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সালিশে গিয়েছিলেন মাত্র। তবে মামলার বাদী জাহিদ হাসান বলেন, “চাঁদা না দেওয়ায় হামলা ও হুমকি দেওয়া হয়েছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
বেতাগী ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির উদ্দীন মাহামুদ বলেন, “অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” বেতাগী থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।