বেনজীরের বাসার জিনিসপত্র নিলামে - Porikroma News
Connect with us

বাংলাদেশ

বেনজীরের বাসার জিনিসপত্র নিলামে

Published

on

বেনজীরের বাসার জিনিসপত্র নিলামে
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ফটো

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে নিলাম কমিটি গঠন করেছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।

২৩ জুলাই (বুধবার) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই জাতীয় দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বেনজীর ও তার পরিবারের ব্যবহৃত সামগ্রী নিলামে তোলার ব্যবস্থা করা হবে।

জব্দকৃত জিনিসপত্রের তালিকায় রয়েছে—

  • শার্ট ১২২টি
  • প্যান্ট ২৬৬টি
  • ব্লেজার ৩০টি
  • স্যুট ৮টি
  • টি-শার্ট ৭২২টি
  • পাঞ্জাবি ২২৪টি
  • শাড়ি ৪৯৪টি
  • থ্রি-পিস ২৫০ সেট
  • সালোয়ার-কামিজ ৪৯৬টি
  • লেডিস টপস ৬২২টি
  • নাইট ড্রেস ৫৮টি
  • শীতের জামা ১৩২টি
  • সানগ্লাস ৩৪টি
  • ফ্রিজ ১৯টি
  • এসি ১০০ টনের ক্ষমতা সম্পন্ন

এছাড়াও ফ্ল্যাটজুড়ে রয়েছে সুইমিংপুল, থিয়েটার রুম, আধুনিক কিচেন, মাস্টার বেডরুমসহ নানা বিলাসবহুল সুবিধা।

তবে খাট, সোফা, ডাইনিং টেবিল, আলমারি, ওয়্যারড্রোবসহ কিছু মূল্যবান আসবাবপত্র আপাতত নিলামের বাইরে রাখা হয়েছে। এসব বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধান টিম।


Share

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে নিলাম কমিটি গঠন করেছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।

২৩ জুলাই (বুধবার) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই জাতীয় দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বেনজীর ও তার পরিবারের ব্যবহৃত সামগ্রী নিলামে তোলার ব্যবস্থা করা হবে।

জব্দকৃত জিনিসপত্রের তালিকায় রয়েছে—

এছাড়াও ফ্ল্যাটজুড়ে রয়েছে সুইমিংপুল, থিয়েটার রুম, আধুনিক কিচেন, মাস্টার বেডরুমসহ নানা বিলাসবহুল সুবিধা।

তবে খাট, সোফা, ডাইনিং টেবিল, আলমারি, ওয়্যারড্রোবসহ কিছু মূল্যবান আসবাবপত্র আপাতত নিলামের বাইরে রাখা হয়েছে। এসব বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধান টিম।


Share