আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির আলোচনায় অগ্রগতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। শনিবার (২৮ জুন) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সর্বশেষ আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) সাবেক বাণিজ্য নীতি প্রধান ড. রহমান জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে খুব ভালো অগ্রগতি হয়েছে। উভয় পক্ষই চুক্তি দ্রুত চূড়ান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি ৩৭ শতাংশ শুল্ক থেকে রেহাই পেতে এই চুক্তি হচ্ছে। ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন একটি খসড়া বাংলাদেশে পাঠিয়েছে এবং তার ওপর মতামতও ওয়াশিংটনে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবারের বৈঠকে চূড়ান্ত দরকষাকষি হয়।
২৯ জুন রোববার আরেক দফা বৈঠকের পর চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তির আওতায় বাড়তি শুল্ক কমানোর সুযোগ থাকছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২ এপ্রিল যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের পণ্যের ওপর বাড়তি শুল্কারোপ করে। বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে তা ছিল ৩৭ শতাংশ। পরে ৯ এপ্রিল তিন মাসের জন্য তা স্থগিত করা হয়। যার মেয়াদ শেষ হবে ৮ জুলাই।