বাংলাদেশ
সাগরে ট্রলার ডাকাতি,বরগুনার মাঝি গুলিবিদ্ধ

বরগুনার নলীবন্দর এলাকার জেলে মাসুম হাওলাদারের মালিকানাধীন একটি ট্রলার নিয়মিতভাবে সাগরে মাছ ধরতে যায়। ১৮ জুলাই ২০২৫ তারিখে সাগরে থাকা অবস্থায় অজ্ঞাত জলদস্যুরা ট্রলারটি আক্রমণ করে। এ সময় ডাকাতরা ট্রলারে থাকা মাছ, জাল, মেশিন, তেলসহ আনুমানিক ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় ট্রলারের সহকারী মাঝি মোঃ কামাল হোসেন জলদস্যুদের বাধা দেওয়ার চেষ্টা করলে, তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দস্যুরা। এতে কামাল হোসেন গুরুতরভাবে আহত হন। পরদিন ১৯ জুলাই স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।