বাংলাদেশ
বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের বনানীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালবেলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।
বাপ্পা মজুমদার জানান, ইন্টারকমে আগুন লাগার খবর পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। চারপাশ ধোঁয়ায় ঢেকে যাওয়ায় কিছুই দেখতে পাচ্ছিলেন না। আগুনের তাপে মুখও পুড়ে যাওয়ার উপক্রম হয়। আতঙ্কিত অবস্থায় স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যা সন্তানকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করেন।
এমন সময় পাশের ফ্ল্যাটের গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেন। পরে সবাই নিরাপদে বেরিয়ে আসেন।
বাপ্পা মজুমদার সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত পদক্ষেপে আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি। এটি ছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতা।’
প্রসঙ্গত, ২০১৮ সালে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে।