Connect with us

অপরাধ

বাঁশখালীতে ৩টি আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

Published

on

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৩টি আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে বাঁশখালী থানা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং গ্রামের মো. সাখাওয়াত হোসেন (২৭) এবং বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার এলাকার মো. ইলিয়াস (৪১)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। এসময় ৩টি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন দৈনিক পরিক্রমা NEWS-এ।

Share

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৩টি আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে বাঁশখালী থানা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং গ্রামের মো. সাখাওয়াত হোসেন (২৭) এবং বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার এলাকার মো. ইলিয়াস (৪১)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। এসময় ৩টি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন দৈনিক পরিক্রমা NEWS-এ।

Share