জাতীয়
ভারতে গ্রেপ্তার বাংলাদেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ভারতের মুম্বাই ক্রাইম পুলিশ বাংলাদেশের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তির নাম মোহাম্মদ জামাল হোসেন পোতুন্দার ওরফে কুদ্দুস রহিম শেখ (৩৭)। তিনি রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়ার বাসিন্দা।
পুলিশ জানায়, জামাল হোসেন অবৈধভাবে ভারত প্রবেশ করে জাল পরিচয়পত্র সংগ্রহ করেন এবং দীর্ঘদিন দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকায় বসবাস করছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ডের কপি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পাসবুক এবং বাংলাদেশের আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা উদ্ধার করা হয়।
তিনি ২০২৩ সাল থেকে ভারতে অবস্থান করছিলেন। বর্তমানে ভারতীয় পুলিশ খতিয়ে দেখছে—তার এই ভুয়া পরিচয়পত্র তৈরিতে কারা সহায়তা করেছে।