আবহাওয়া
মৌসুমি বায়ু আগেই এলো, লঘুচাপের আভাস

চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশে বিরতিহীন বৃষ্টি চলছে। আজ দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, সেটি এখনই বলা যাচ্ছে না। মে মাস ঘূর্ণিঝড়প্রবণ সময় হওয়ায় আবহাওয়াবিদরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত শনিবার টেকনাফ দিয়ে মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে প্রবেশ করেছে। এর আগে সর্বশেষ ২০০৯ সালে মে মাসেই মৌসুমি বায়ু এভাবে আগমন ঘটেছিল।
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হতে পারে। তবে এটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা পরে জানা যাবে।
এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার এই বিরূপ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।