ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার, অধিনায়কত্ব ছাড়লেন শান্ত - Porikroma News
Connect with us

খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার, অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

Published

on

কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে

প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দুই ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছিলেন আত্মবিশ্বাসের কথা। তবে কলম্বো টেস্টে সেই আত্মবিশ্বাস যেন উড়ে গেল।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা তোলে ৪৫৮ রান। লিড নেয় ২১১ রানের। দ্বিতীয় ইনিংসে আরও হতাশাজনক পারফরম্যান্স — মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ফলাফল — ইনিংস ও ৭৮ রানের বিশাল হার।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মোটেও মান অনুযায়ী হয়নি। আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। আমাদের সহজ পথে যাওয়ার প্রবণতাই ব্যর্থতার কারণ।’

শান্ত আরও জানান, ‘এই হারের পর আমি টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি ব্যক্তিগত নয়, দলের মঙ্গলের জন্য।’

টেস্ট সিরিজ হারলেও এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের।

Share

প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দুই ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছিলেন আত্মবিশ্বাসের কথা। তবে কলম্বো টেস্টে সেই আত্মবিশ্বাস যেন উড়ে গেল।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা তোলে ৪৫৮ রান। লিড নেয় ২১১ রানের। দ্বিতীয় ইনিংসে আরও হতাশাজনক পারফরম্যান্স — মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ফলাফল — ইনিংস ও ৭৮ রানের বিশাল হার।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মোটেও মান অনুযায়ী হয়নি। আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। আমাদের সহজ পথে যাওয়ার প্রবণতাই ব্যর্থতার কারণ।’

শান্ত আরও জানান, ‘এই হারের পর আমি টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি ব্যক্তিগত নয়, দলের মঙ্গলের জন্য।’

টেস্ট সিরিজ হারলেও এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের।

Share