আন্তর্জাতিক
মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো ৩৬তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারী মেলা। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১০-১২ জুলাই তিন দিনব্যাপী আয়োজিত এ মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি বুথে অংশ নেয়।
মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি। ১২ জুলাই মেলার শেষদিনে বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান। তিনি বাংলাদেশে সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগের বিষয় তুলে ধরেন।
মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। হাইকমিশনার শামীম আহসান এই সম্মাননা গ্রহণ করেন। পরে হাইকমিশনার মেলার অন্যান্য স্টল ও বাংলাদেশের দুটি স্টল পরিদর্শন করেন। সেখানে তিনি ব্যবসায়ী ও দর্শনার্থীদের বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য এবং বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
বাংলাদেশের স্টলে প্রদর্শিত হচ্ছে চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্তশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, প্লাস্টিক শিল্প এবং বিভিন্ন তথ্যবহুল প্রকাশনা। বিদেশি ব্যবসায়ীদের মধ্যে প্রদর্শিত পণ্যের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের নবম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এই বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।