বাংলাদেশ
বাংলাদেশ-পাকিস্তান অন অ্যারাইভাল ভিসা সমঝোতা চূড়ান্ত পর্যায়ে

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে “অন অ্যারাইভাল” ভিসা চালুর বিষয়ে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুই দেশের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য এ সুবিধা চালুর বিষয়ে চুক্তি প্রায় সম্পন্ন।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভীর সঙ্গে বৈঠককালে এ আলোচনা হয়।
বৈঠকে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণ, রোহিঙ্গা ইস্যু, সাইবার অপরাধ এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।”
পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন নকভী। রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, পাকিস্তান পাসপোর্ট দিলেও নাগরিকত্ব দেয়নি, বরং আলাদা সিরিয়ালের মাধ্যমে শনাক্ত করছে।
বৈঠকে আরও জানানো হয়, ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণ শেষ হলে সেখানে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পাকিস্তান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।