বাংলাদেশ
বাংলা ব্লকেডে রাজধানী অচল

গত বছরের ৭ জুলাই সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীজুড়ে শুরু হয়েছিল ‘বাংলা ব্লকেড’ আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচির কারণে গোটা ঢাকা শহর কার্যত অচল হয়ে পড়ে।
কেন্দ্রীয় কর্মসূচি ছিল শাহবাগে। এছাড়া ঢাকার আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং দেশের বিভিন্ন মহাসড়কে একযোগে সড়ক অবরোধ করা হয়। শিক্ষার্থীদের একটি অংশ শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে কারওয়ান বাজার পর্যন্ত অগ্রসর হয়।
আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, প্রথম দিনে সোয়া চার ঘণ্টা সড়ক অবরোধের পর পরদিন ৮ জুলাই ফের কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে দেশের সব কলেজ–বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়।
এই আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রী উমামা ফাতেমা বলেন, ‘৭ জুলাই আমরা মেয়েরা হল থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়েছিলাম। সারা দিন স্লোগান, মিছিল আর প্রস্তুতি চলেছে। সেই রাতে প্ল্যাকার্ড লেখা, পতাকা সংগ্রহ, মাইক রাখাসহ সবাই সম্মিলিতভাবে কাজ করত। এটা একটা সিস্টারহুড তৈরি করেছিল।’
এক দফা দাবিতে চলা এই আন্দোলনের মূল দাবি ছিল, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সংবিধানসম্মত ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করা।