বাংলাদেশ
বান্দরবানে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

বান্দরবানের রুমা উপজেলার পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৫টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তল্লাশি চলাকালে সেনা সদস্যরা সশস্ত্র কেএনএফ সন্ত্রাসীদের দলটিকে শনাক্ত করেন। পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।
অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল থেকে দুইজন ইউনিফর্ম পরিহিত কেএনএফ সদস্যের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন ছিলেন কেএনএফ-এর ‘মেজর’ পদবির সশস্ত্র নেতা পুটিং/ডলি। অন্যজনও ছিল কেএনএফ সশস্ত্র শাখার সদস্য।
অভিযান শেষে এলাকা থেকে ৩টি সাবমেশিনগান (SMG), ১টি রাইফেল, বিপুল পরিমাণ গুলি, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফ-এর ইউনিফর্ম ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ধারাবাহিক সফল অভিযানের কারণে পার্বত্য এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে। এর ফলে ইতোমধ্যে ১২৬টি বম পরিবার তাদের নিজ পাড়ায় ফিরে এসেছে। সেনাবাহিনী তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সহায়তা করছে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।