আবহাওয়া
ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ৬ বিভাগে আজ তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, দুপুর ২:৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ ভারি বৃষ্টি হতে পারে।
বিশেষ করে ঢাকা বিভাগে দুপুর ২:৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগেও একই সময়ের মধ্যে ভারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
ময়মনসিংহ বিভাগে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সিলেট বিভাগে সন্ধ্যার পূর্বে বৃষ্টির সম্ভাবনা কম বলে উল্লেখ করেছেন তিনি।
আবহাওয়াবিদ পলাশ বলেন, দেশের উপর সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত ও বজ্রপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। জনগণকে এ সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এরইমধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসযাত্রীদের সতর্ক থাকার অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন।