বাংলাদেশ
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সংগঠক বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজা এবং মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করেছে সংগঠনটি।
শনিবার (১৭ মে) মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সংগঠনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ায় সংগঠক শাহরিয়ার সিকদারকেও বহিষ্কার করা হয় বলে জানানো হয়েছে অন্য একটি আদেশে।
সংগঠনের নেতারা জানান, এই ধরনের অসামাজিক ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সংগঠন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও শৃঙ্খলা রক্ষায় এমন শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।