অপরাধ
বৈষম্যবিরোধীর সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য’ পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের স্বরূপনগর মহল্লায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্তরা কলিং বেল চেপে প্রবেশ করে লিয়াকত আলীর বাড়িতে ঢুকে বাল্যবিয়ের অভিযোগ তোলে এবং নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সদস্য হিসেবে পরিচয় দেয়। এরপর তারা ভয় দেখিয়ে টাকা দাবি করে এবং দুই নারীর গলা থেকে দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ধৃত যুবকের নাম সোহেল রানা (২৩), বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা মহল্লায়। তবে তার তিন সহযোগী পালিয়ে যায়।
ভুক্তভোগী লিয়াকত আলী জানান, তার মেয়েকে পরদিন ছেলেপক্ষ দেখতে আসার কথা ছিল, সেই সুযোগে তারা বাল্যবিয়ের মিথ্যা অভিযোগ তুলে চাঁদা দাবি করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মো. মতিউর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।