হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহতি পাওয়া নেতা গ্রেপ্তার - Porikroma News
Connect with us

অপরাধ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহতি পাওয়া নেতা গ্রেপ্তার

Published

on

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহতি পাওয়া নেতা গ্রেপ্তার
হবিগঞ্জে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের অব্যাহতিপ্রাপ্ত নেতা এনামুল হক ওরফে সাকিব ছবি: পুলিশের সৌজন্যে

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহতি পাওয়া নেতা এনামুল হাসান ওরফে সাকিব (২৪) গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাঁকে আটক করে।

এনামুল হাসান হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের আবদুল মতিনের ছেলে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, তিনি দলীয় পদ ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং সংগঠনের জেলার সদস্যসচিব মাহাদী হাসানের ওপর হামলা চালান। এ ঘটনায় গত ১১ মে মাহাদী হাসান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি ছিলেন এনামুল।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, এনামুলের বিরুদ্ধে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সেনাবাহিনীর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

Share

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহতি পাওয়া নেতা এনামুল হাসান ওরফে সাকিব (২৪) গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাঁকে আটক করে।

এনামুল হাসান হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের আবদুল মতিনের ছেলে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, তিনি দলীয় পদ ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং সংগঠনের জেলার সদস্যসচিব মাহাদী হাসানের ওপর হামলা চালান। এ ঘটনায় গত ১১ মে মাহাদী হাসান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি ছিলেন এনামুল।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, এনামুলের বিরুদ্ধে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সেনাবাহিনীর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

Share