আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার - Porikroma News
Connect with us

অপরাধ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Published

on

যুবলীগ নেতা সুমন মনা।

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতা সুমন মনা (৪০) আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন মনাকে গ্রেপ্তার করা হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতা সুমন মনা (৪০) আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন মনাকে গ্রেপ্তার করা হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share