বাইনচটকী মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯শে ৩২ ফেল - Porikroma News
Connect with us

অপরাধ

বাইনচটকী মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯শে ৩২ ফেল

Published

on

বাইনচটকী মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯শে ৩২ ফেল
ছবি : সংগৃহীত

বাইনচটকী মাধ্যমিক বিদ্যালয়—এক সময়ের গর্ব, আজ লজ্জার মুখে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৭ জন পাশ করেছে।
এই ফলাফল শুনে এলাকাবাসী হতবাক। একসময় এই বিদ্যালয়ের নাম শুনলেই বলা হতো, “ওখানে ভালো পড়াশোনা হয়।” সত্যিই তাই ছিল। এই স্কুলের অনেক প্রাক্তন ছাত্র আজ দেশের বিভিন্ন প্রান্তে সম্মানজনক পেশায় নিয়োজিত।

২০১৬-২০১৭ সাল পর্যন্ত ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে ৪৩-৪৫ জনের পাশ করা ছিল স্বাভাবিক। সেখানে আজ এমন করুণ অবস্থা কেন?
মূল সমস্যা হিসেবে উঠে আসছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি। এলাকাবাসীর অভিযোগ, কিছু চিহ্নিত চাঁদাবাজ ব্যক্তি এবং কিছু শিক্ষকের যোগসাজশে স্কুলটি ধ্বংসের মুখে।

বিশেষ করে চাঁদাবাজ আনোয়ার এবং তার পেছনে থাকা কিছু সম্মানিত শিক্ষক, যারা শিক্ষা নয় বরং রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত।
এখন ছাত্রসংখ্যাও ক্রমশ কমছে। এই ধারা অব্যাহত থাকলে বিদ্যালয়টির ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

এই বিষয়ে আপনার মতামত কী?
বিদ্যালয়ের এমন দুর্দশা কি শুধুই শিক্ষার্থীদের ব্যর্থতা, নাকি প্রভাবশালী মহলের ভুল সিদ্ধান্ত ও স্বার্থপর রাজনীতি দায়ী?

Share

বাইনচটকী মাধ্যমিক বিদ্যালয়—এক সময়ের গর্ব, আজ লজ্জার মুখে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৭ জন পাশ করেছে।
এই ফলাফল শুনে এলাকাবাসী হতবাক। একসময় এই বিদ্যালয়ের নাম শুনলেই বলা হতো, “ওখানে ভালো পড়াশোনা হয়।” সত্যিই তাই ছিল। এই স্কুলের অনেক প্রাক্তন ছাত্র আজ দেশের বিভিন্ন প্রান্তে সম্মানজনক পেশায় নিয়োজিত।

২০১৬-২০১৭ সাল পর্যন্ত ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে ৪৩-৪৫ জনের পাশ করা ছিল স্বাভাবিক। সেখানে আজ এমন করুণ অবস্থা কেন?
মূল সমস্যা হিসেবে উঠে আসছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি। এলাকাবাসীর অভিযোগ, কিছু চিহ্নিত চাঁদাবাজ ব্যক্তি এবং কিছু শিক্ষকের যোগসাজশে স্কুলটি ধ্বংসের মুখে।

বিশেষ করে চাঁদাবাজ আনোয়ার এবং তার পেছনে থাকা কিছু সম্মানিত শিক্ষক, যারা শিক্ষা নয় বরং রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত।
এখন ছাত্রসংখ্যাও ক্রমশ কমছে। এই ধারা অব্যাহত থাকলে বিদ্যালয়টির ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

এই বিষয়ে আপনার মতামত কী?
বিদ্যালয়ের এমন দুর্দশা কি শুধুই শিক্ষার্থীদের ব্যর্থতা, নাকি প্রভাবশালী মহলের ভুল সিদ্ধান্ত ও স্বার্থপর রাজনীতি দায়ী?

Share