বাংলাদেশ
৩ দফা দাবিতে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

বাগেরহাট সরকারি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে আজ সোমবার (১৯ মে) সকাল থেকে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন। বিক্ষোভরত শিক্ষার্থীরা বৈটপুর-চিতলী এলাকায় ইনস্টিটিউটের প্রধান ফটকসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনকারীদের দাবি—
১. ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং পাশ করা শিক্ষার্থীদের জন্য ৬ মাস মেয়াদী প্রি-সী ট্রেনিংয়ের মাধ্যমে সিডিসি (CDC) প্রদানপূর্বক অফিসার ক্যাডেট হিসেবে সমুদ্রগামী জাহাজে যোগদানের সুযোগ।
২. সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের সুযোগ।
৩. দেশের ছয়টি সরকারি মেরিন ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে, এসব শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে।
শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়ে সারাদেশের সব সরকারি মেরিন ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে একত্রিত হন এবং প্রতিষ্ঠানের ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেন।