অপরাধ
চাঁদা না পেয়ে মাহফিলের খাবার ফেলে দিলেন বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে প্রবাসীর বাবার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের রান্না করা খাবার নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপনের অনুসারীদের বিরুদ্ধে।
গত ১৬ মে উপজেলার ব্যাবোইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রবাসী জাহিদ তার অসুস্থ বাবা-মায়ের জন্য গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করায় রাসেল ও তার ক্যাডার বাহিনী দোয়া মাহফিলের দিন বাড়িতে গিয়ে রান্না করা খাবার নষ্ট করে দেন। এ সময় রাসেলের সঙ্গে ছিলেন লোকমান হোসেন খান, মহিউদ্দিন জিলান, মাসুদ খান (চুন্নু), নজরুল ইসলাম ব্যাপারীসহ আরও ১০-১২ জন।
প্রবাসী জাহিদ বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। সামাজিক কাজের অংশ হিসেবে গ্রিসের বাঙালি কমিউনিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। কিন্তু শিপনের অনুসারীরা আমার ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি আরও জানান, ‘চাঁদা না দেওয়ায় হত্যার হুমকিসহ আমার বাড়িতে দোয়া মাহফিলের খাবার ফেলে দিয়েছে। বিষয়টি বাগেরহাটের পুলিশ সুপার ও এনসিপির শীর্ষ নেতাদের জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।’
এ প্রসঙ্গে মোড়েলগঞ্জ বিএনপি নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘শিপন নিজ দলের নেতাদের ওপর ক্ষুব্ধ হয়ে নানা হয়রানি করেন। তার বিরুদ্ধে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে এবং তদন্ত চলমান।’
অন্যদিকে, কাজী খাইরুজ্জামান শিপন সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় আমার সম্পৃক্ততা নেই। কে খাবার ফেলেছে তাও জানি না। তবে জাহিদ আওয়ামী লীগের দোসর ছিলেন বলে অনেকের ক্ষোভ থাকতে পারে।’