Connect with us

বাংলাদেশ

মেরিন ডিপ্লোমা সংকটে ৬ IMT ক্যাম্পাস শাটডাউন ঘোষণা

Published

on

বাগেরহাট ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি
বাগেরহাট ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি

আজ থেকে বাগেরহাট ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজিতে (IMT) আজীবনের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, যতদিন তাদের CDC (Continuous Discharge Certificate) ইস্যুর দাবি পূরণ না হবে, ততোদিন ক্যাম্পাসের তালা খুলবে না এবং কোনো অফিসিয়াল কার্যক্রম চলবে না।

শিক্ষার্থীরা শিক্ষক ও প্রশাসনের উদ্দেশে বলেন, “যদি আমাদের ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই শাটডাউন না ওঠা পর্যন্ত কেউ ক্যাম্পাসে আসবেন না।”

তারা অভিযোগ করে জানায়, ক্যাম্পাসে মেরিন শিক্ষার চেয়ে শিক্ষকরা অধিকাংশ সময় ‘কেয়ার গিভিং’ কোর্স ও জাপানি ভাষা কোর্স নিয়ে ব্যস্ত থাকেন। এতে মেরিন ডিপ্লোমার মূল পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, এমন অনিয়মে ক্যাম্পাস চালতে পারে না।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত CDC নিশ্চিত করা না হয়, তাহলে মেরিন ডিপ্লোমাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে।”

Share

আজ থেকে বাগেরহাট ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজিতে (IMT) আজীবনের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, যতদিন তাদের CDC (Continuous Discharge Certificate) ইস্যুর দাবি পূরণ না হবে, ততোদিন ক্যাম্পাসের তালা খুলবে না এবং কোনো অফিসিয়াল কার্যক্রম চলবে না।

শিক্ষার্থীরা শিক্ষক ও প্রশাসনের উদ্দেশে বলেন, “যদি আমাদের ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই শাটডাউন না ওঠা পর্যন্ত কেউ ক্যাম্পাসে আসবেন না।”

তারা অভিযোগ করে জানায়, ক্যাম্পাসে মেরিন শিক্ষার চেয়ে শিক্ষকরা অধিকাংশ সময় ‘কেয়ার গিভিং’ কোর্স ও জাপানি ভাষা কোর্স নিয়ে ব্যস্ত থাকেন। এতে মেরিন ডিপ্লোমার মূল পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, এমন অনিয়মে ক্যাম্পাস চালতে পারে না।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত CDC নিশ্চিত করা না হয়, তাহলে মেরিন ডিপ্লোমাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে।”

Share