সর্বশেষ
১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকার নির্দেশ

১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রাক্কালে ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তারা চব্বিশের জুলাইয়ের আগের ১৫ বছরে সংঘটিত রাজনৈতিক সহিংসতায় নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে বিচার দাবি করেন।
আবরার ফাহাদের বাবা বলেন, “দেশের স্বার্থে কথা বলার জন্যই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সে অসম পানি বণ্টনের বিরুদ্ধে কথা বলেছিল। আমার স্ত্রী এখনো ছেলের জন্য আর্তনাদ করেন। এমন নির্মম ঘটনা যেন আর কোনো মা-বাবাকে দেখতে না হয়।”
সাক্ষাতে বরকত উল্লাহ কুষ্টিয়ার গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিও জানান, যা এলাকার প্রায় ৩০ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।
আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী বান্ধব নয়। ল্যাব, সরঞ্জাম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সংকট রয়েছে। আমরা চাই, সরকার এসব বিষয়ে উদ্যোগ নেবে।” তিনি বুয়েটে র্যাগিং ও আগের নিপীড়নমূলক ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আবরার হত্যার নৃশংসতা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনায় সুষ্ঠু বিচার হবেই। একইসঙ্গে, আওয়ামী সন্ত্রাস ও রাষ্ট্রীয় বাহিনী ব্যবহারে সংঘটিত হত্যাকাণ্ডের তালিকা করে প্রত্যেকটি ঘটনার তদন্ত করা হবে। এরইমধ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।”