আ. লীগ আমলের সব ওসিকে বরখাস্তের দাবি - Porikroma News
Connect with us

বাংলাদেশ

আ. লীগ আমলের সব ওসিকে বরখাস্তের দাবি

Published

on

আ. লীগ আমলের সব ওসিকে বরখাস্তের দাবি
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ আমলে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করা সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বরখাস্ত ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ নেতা খান তালাত মাহমুদ রাফি এ দাবি করেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর ষোলশহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পুলিশ বাহিনীতে দৃশ্যমান সংস্কার প্রয়োজন। আওয়ামী লীগ আমলে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা সবাইকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে।’

পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইর হাসান চার দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে স্থায়ীভাবে বহিষ্কার ও বিচারের আওতায় আনা
২. চট্টগ্রামের পুলিশ সুপারকে অপসারণ
৩. পুলিশ বাহিনীতে সংস্কার
৪. যেকোনো থানায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের চিহ্নিত দুর্বৃত্ত গ্রেপ্তারের নির্দেশনা

নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Share

আওয়ামী লীগ আমলে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করা সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বরখাস্ত ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ নেতা খান তালাত মাহমুদ রাফি এ দাবি করেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর ষোলশহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পুলিশ বাহিনীতে দৃশ্যমান সংস্কার প্রয়োজন। আওয়ামী লীগ আমলে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা সবাইকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে।’

পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইর হাসান চার দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে স্থায়ীভাবে বহিষ্কার ও বিচারের আওতায় আনা
২. চট্টগ্রামের পুলিশ সুপারকে অপসারণ
৩. পুলিশ বাহিনীতে সংস্কার
৪. যেকোনো থানায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের চিহ্নিত দুর্বৃত্ত গ্রেপ্তারের নির্দেশনা

নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Share